চেয়ারম্যানের বাণী
“পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন”- শিক্ষাকে পবিত্র কোরআন শরীফে এভাবেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। কারণ শিক্ষাই জাতির আত্মপরিচয়ের দ্যোতক। সভ্যতা ও সংস্কৃতির বিকাশে শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে সরকারের হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়ে থাকে। কিন্তু আশানুরুপ কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। এরই বিপরীতে স্ব- উদ্যোগে নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন স্কুল। কিন্ডারগার্টেন শিক্ষা বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় বিপ্লব ঘটিয়েছে। কিন্ডারগার্টেন স্কুলগুলোর মালিকদের নিয়ে ১৯৮২ সালে গঠিত হয় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন। তখন থেকে স্বগৌরবে কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। যেকোন জাতীয় সমস্যায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভূমিকা অপরিসীম। সংগঠনের কাজকে সহজ ও সুন্দর করার লক্ষ্যে ওয়েবসাইট ও সফটওয়্যার করার এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এ কাজের সাথে সংশ্লিষ্ট সকলের কাছে আমি কৃতজ্ঞ।
পরিশেষে, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
ড. এল. এম. কামরুজ্জামান
চেয়্যারম্যান
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন
