প্রতিষ্ঠাতা মহাসচিব এর বাণী

বাংলাশের কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থায় আলোড়ন সৃষ্টিতে যার অবদান সবথেকে বেশি তিনি আমাদের সবার প্রিয় জি. এম. জাহাঙ্গীর কবির রানা স্যার।
১০ই অক্টোবর ১৯৬৮ সালে বরগুনা জেলার চরছোপখালী গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব ছিল অতি সাধারণ। শিক্ষা জীবনের শুরুতে তিনি হোসনাবাদ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করে তিনি কর্ম জীবনে শুরুতেই শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। শিক্ষকতা পেশার পাশাপাশি ১৯৯৬ সালে নিজে গড়ে তুলেন তার নিজের প্রতিষ্ঠান কল্যানপুর ল্যাবরটরি হাই স্কুল। সেখান থেকেই তার কিন্ডারগার্টেন এর যাত্রা শুরু। এই যাত্রায় তিনি গড়ে তুলেন বাংলশে  কিন্ডারগার্টেন এসোসিয়েশন। তারই হাত ধরে আজ আমরা েেশর অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুল একই ছাতাতলে আসতে পেরেছি। তার কার্যক্রমের মধ্যে যেসব বিষয় উল্লেখ না করলে নয়:
1. তিনি একজন দক্ষ সংগঠক।
2. কিন্ডারগার্টেন স্কুল গুলোর অধিকার আদায়ে বিভিন্ন সময়ে রাজপথে হেঁটেছেন, তিনি একজন লড়াকু সৈনিক।
তার দীর্ঘ দিনের সংগ্রামের ফলে কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রাথমিক শাখায় বিনামূল্যে সরকারি  বই পেতে শুরু করে । ২০১১ সালের কিন্ডারগার্টেন নিবন্ধন নীতিমালা সহযোগীকরণের জন্য  প্রবল আন্দোলনের নেতৃত্ব দিয়ে নীতিমালা সংশোধন করতে সরকারকে বাধ্য করেন 
২০২০ সালে মহামারি করনার সময় বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় আড়াই বছর  বন্ধ ছিল সে সময় কিন্ডারগার্টেন স্কুল গুলোর জন্য আর্থিক সহায়তা এবং স্কুলগুলো খুলে দেওয়ার জন্য জাতীয়ভাবে সবগুলো  সংগঠন এক হয়ে কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা 
 জাতীয়  কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন এবং তারই নেতৃত্বে প্রবাল আন্দোলন গড়ে তোলেন।
শিশু  শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব জনাব জি এম জাহাঙ্গীর কবির রানা স্যারকে স্বাধীনতা  সংসদ কর্তৃক বিশেষ সম্মাননা প্রধান করা হয়।
 জি. এম. জাহাঙ্গীর কবির রানা প্রতিষ্ঠাতা মহাসচিব, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের।